Friday, February 28, 2025

পাংশার বাহাদুরপুরে ‘প্রগতি কিন্ডার গার্টেনের পুরস্কার বিতরণ : বৃত্তি প্রদান অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর(কাজীপাড়া) “ প্রগতি কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারি) দুইদিন ব্যাপী প্রগতি কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অত্র প্রতিষ্ঠানের সুপার ট্যালেন্ট ৫ জন, ট্যালেন্টপুলে ১২ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি হাসানুল ইসলাম (মহন), ড: কাজী মোতাহার হোসেন ও আমানত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নাফ মুন্নু, নাট্যকার বাংলাদেশ টেলিভিশন, কবি ও কথাসাহিত্যিক কাজী ফরিদ আহমদ তপন প্রমুখ। এসময় অতিথিরা উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. ওয়াজেদ আলী ডাবলু, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুমানা আফরোজ রুমি, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ। অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন – অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ। অনুষ্ঠান টি আয়োজনে ছিলেন – প্রগতি কিন্ডার গার্টেন। অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার জন্য উন্মুক্ত র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here