Wednesday, January 22, 2025

পাংশার বাহাদুরপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপন

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম বুড়োর নির্বাচনী পথসভা সহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (১৭মার্চ) অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেককেটে জন্মদিন পালন করা হয়। এছাড়াও আলোচনা সভায় পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম বুড়োর নির্বাচনী পথসভায় উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন এর সভাপতিত্বে ও অত্র ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউপি আ. লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাকিল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউপি আ.লীগের সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মুন্সি হাসানুল ইসলাম মহন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ। আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার জামরুল ইসলামসহ অন্যান্য ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্ন ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here