Monday, December 23, 2024

পাংশার বাহাদুরপুরে সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনার উন্নয়ন সাফল্যর উপর সুবিধা-ভোগীদের নিয়ে পাংশার বাহাদুরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি জিল্লুল হাকিম এমপি।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন – জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, জেলা পরিষদ সদস্য গোবিন্দ চন্দ্র কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, বাহাদুপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান বিশ্বাস ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাকিল। ১নং বাহাদুপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগ নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ।

প্রধান অতিথীর বক্তব্যে জনাব জিল্লুল হাকিম বলেন, যাদের মাথা গোঁজার ঠাঁই ছিলো না, ঘর তৈরি করে দিয়ে তাদের বাসস্থানের ব্যাবস্থা করেছে শেখ হাসিনা সরকার। গরীব মানুষকে বাঁচাতে প্রতি কেজি চালে ৪০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা, প্রতিবন্ধি ভাতা, জেলে কার্ড, টিসিবি কার্ড সহ নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এই সরকার। এখানে যারা উপস্থিত আছেন তারা কি বিএনপিকে ভোট দেবেন? উপস্থিত মানুষের মুখে না উত্তর শুনে তিনি বলেন তাহলে বিএনপি এত লাফায় ক্যান। পরিশেষে তিনি সকলকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here