Friday, December 27, 2024

পাংশায় আজকের পত্রিকার ১ বছর পূর্তি উদযাপন

উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় আজকের পত্রিকার বর্ষপূর্তী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৭ জুন) রাত ৮ টায় পাংশা উপজেলা প্রতিনিধির কার্যালয়ে পত্রিকার ভিডিও ডোকুমেন্টারী প্রদর্শন, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোহাম্মাদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির প্রমুখ, অনুষ্ঠান সঞ্চলনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বাদশা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, পাংশা প্রেসক্লাবের সহ সভাপতি ও আজকের পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেন।
এ সময় পাংশার সিনিয়র সাংবাদিক ও কবি কাজী সেলিম মাবুদ, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুর রশিদ, মো. সেলিম মাহমুদ, যুগ্ম সম্পাদক রতন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, ক্রীড়া সম্পাদক মো. আকাশ মাহমুদ, আপ্যায়ন সম্পাদক মো. আলামিন হোসেন, সহ প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সৈয়দ মেহেদী হাসান, রাজু আহম্মেদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বর্ষপূর্তী উপলক্ষে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আজকের পত্রিকা তারা নিয়মিত পাঠক। তারা আরোও বলেন, আজকের পত্রিকার মাধ্যমে তারা মফস্মলের খবর পেয়ে থাকে যা দেশে অন্যান্য জাতীয় পত্রিকায় খুবই কম থাকে বলে তারা জানান, এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে আজকের প্রত্রিকার সাফল্য কামনা করেন তারা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here