উজ্জল হোসেন, পাংশা(রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিনের পাংশা থানা সংলগ্ন নিজ বাড়িতে শনিবার (২৮মে) রাতে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় জালাল উদ্দিন বাড়িতে ছিলেন না।
এ ঘটনায় জালালের স্ত্রী নিপা বলেন, গত রাত ৩ টায় আমাদের বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরনের বিকট শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। আতংকিত হয়ে পরি আমরা। পরে থানাতে ফোন দিলে পুলিশ এসে বিস্ফোরিত বোমের আলামত ও তাজা গুলি সংগ্রহ করে।
সিসি (সিকিউরিটি ক্যামেরা) ফুটেজে ঘটনার পরপরই তিনজন মুখোশধারী দূর্বৃত্তকে জালাল উদ্দিনের বাড়ি থেকে দৌরে পালিয়ে যেতে দেখা যায়।
এ বিষয়ে জালাল উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি আমার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। আমি বাড়িতে এসে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
এ ব্যাপারে পাংশা মডেল থানার পৌর বিট অফিসার এস আই মোঃ শহিদুল জানান, আলামত সংগ্রহ হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদূর রহমান বলেন, গত রাতে তিনটার দিকে এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকালে আমি নিজেই সেই বাড়ীতে যাই। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চলছে।