উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সভা কক্ষে দুইটি ইউনিয়নের জন প্রতিনিধিদের নিয়ে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)’র আয়োজনে জাইকা’র সহযোগীতায় মঙ্গলবার (১০মে) দুপুরে এ দুটি ইউনিয়নের সমাপনিতে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ হাসানাত আল মতিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হোসেন খান, টেইনার হিসাবে দির্ঘ সময় আলোচনা করেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. মোঃ আখিরুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর মোঃ তৌয়বুর রহমান প্রমুখ। কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মাছপাড়া ও যশাই ইউনিয়নের সচিবগণ, সকল ইউপি সদস্যগণ অংশ গ্রহণ করেন। পর্যায় ক্রমে উপজেলার সকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ করানো হবে।