Thursday, January 23, 2025

পাংশায় গাজা ও গাজার গাছ সহ গ্রেপ্তার-২

  • উজ্জল হোসের, পাংশা (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশায় গাজার গাছ ও গাজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) পাংশা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোপীনগর গ্রামের মো: আত্তাফ প্রামানিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম প্রামানিক (৩৮) ও উপজেলার মৌরাট ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামের মো: একেন আলী বিশ্বাসের ছেলে মোঃ নাইম বিশ্বাস(২৬)।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন রেজা, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, (এএসআই) তপন দে সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ সময় মোঃ রফিকুল ইসলাম প্রামানিকের কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয় এবং তার বসত ঘরের পিছন থেকে চারটি গাজা গাছের চাড়া উদ্ধার করা হয়। একই রাতে মো: নাইম বিশ্বাসের বাড়ীতে চাষ করা সবজি বাগান থেকে বড় দুটি গাজার গাছ উদ্ধার করা হয়।
তিনি আরোও জানান, গ্রেপ্তারকৃতরা দুই জনই মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here