উজ্জল হোসেন, পাংশা(রাজবাড়ী): আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাংশা উপজেলার আরও ২০০টি ভূমিহীন পরিবার আজ বৃহস্পতিবার ২১শে জুলাই ২ শতাংশ করে জমিসহ সরকারী ঘর পেয়েছেন।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আরও ২০০টি ভূমিহীন পরিবার ২ শতাংশ করে জমিসহ সরকারী ঘর পেলো।
এর মধ্যে পাংশার পৌরসভা এলাকার ২২টি, সরিষা ইউনিয়নের ১২৩টি, কলিমহর ইউনিয়নের ৪৬টি ও যশাই ইউনিয়নের ৯টি পরিবার রয়েছে। আজ বৃহস্পতিবার ২১শে জুলাই প্রধানমন্ত্রী কর্তৃক একযোগে ভার্চুয়াল উদ্বোধন শেষে তাদের মধ্যে জমিসহ ঘরগুলো হস্তান্তর করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে উপকারভোগীদের নির্বাচনসহ ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়াও এর আগে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাংশা উপজেলার ২৩০টি পরিবার জমিসহ সরকারী ঘর পেয়েছে।