Tuesday, December 24, 2024

পাংশায় ট্রেন ও মিনি ট্রাক সংঘর্ষ

উজ্জ্বল হোসেন পাংশাঃ রাজবাড়ীর পাংশায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও মিনি ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯ টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়ার পোরাদহগামী শাঁটল ট্রেনটি পাংশার সত্যজিতপুর এলাকায় পৌছালে ইট-খোয়া বোঝাই একটি মিনি ট্রাক ( স্থানীয় ভাষায়-বাটা হাম্বার) একটি অরক্ষিত রেলক্রসিং পার হতে গেলে সংঘর্ষ বাধে। ট্রেনটি বাটা হাম্বারটিকে ধাক্কা দিয়ে প্রায় আধা কি.মি দূরে নিয়ে গিয়ে থামে।

এ সময় একটি ছাগলের মৃত্যু হয়। উক্ত বাটা হাম্বার সহ দুইটি ভ্যান গাড়ি দুমড়ে- মুচড়ে যায়। এ ঘটনায় খাইরুল ইসলাম (২৮), রিহাদ সরদার( ২৭) ও জুলহাস মোল্লা (৩২) নামে তিনজন আহত হয়েছে। পাংশা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় আমরা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে গিয়ে রেলপথ ক্লিয়ার করে ট্রেন চলাচলের উপযোগী করে দেই, অন্য বিষয়গুলো রেলওয়ে পুলিশ দেখবে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সোমা প্রামানিক জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংক্ষাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে।

এ ঘটনায় প্রায় ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here