Sunday, December 22, 2024

পাংশায় পারিবারিক কলোহের জেরে বৃদ্ধার আত্নহত্যা-নাকি হত্যা 

রাজবাড়ীর পাংশা উপজেলার পালের ডাঙ্গী পূর্ব পাড়া গ্রামের মৃত- ইমতাজ প্রামাণিক এর স্ত্রী আমেনা বেগম (৭৯) গলায় ফাস নিয়ে আত্নহত্যা করেছেন । পারিবারিক কলোহের কারনে আত্নহত্যা করেছেন তিনি । বিষয়টি নিশ্চিত করে পাংশা থানার এস আই হীড়ু বড়ুয়া জানান, ১২ই জুলাই ভোরে বাড়ীর পাশেই আম গাছে শাড়ীর পার গলায় পেচিয়ে আমেনা বেগম আত্নহত্যা করেছে খবর পেয়ে সেখানে যেয়ে দেখি নিহত আমেনার লাশ বারান্দায় শোয়ানো অবস্থায় রয়েছে। গলায় তার ফাসির দাগ রয়েছে। পারিবারিক কলোহের কারনে এঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য রয়েছে। আমরা লাশের ময়না তদন্তের পর সন্ধায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। ময়না তদন্তের রিপোর্ট এলে বাকি তথ্য জানা যাবে। এ ঘটনায় পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং- ৩৯৪)

তবে এ বিষয়ে নিহতের ছেলে চৌকিদার অলিউর রহমান জানিয়েছেন,পারিবারিক কারনে অভিমান করে আত্নহত্যা করতে পারে বলে দাবী করেন।

তবে জানাগেছে, ছেলের বৌয়ের সাথে ঝগড়া করে অভিমান করে এ ঘটনা ঘটেছে। ১২ই এপ্রিল বিকেল সারে ৩ টার দিকে রাজবাড়ী লাশ কাটা ঘরে লাশ নিতে আসা নাতীন জামাই মিরাজ জানান এ তথ্য জানান।

তবে ময়না তদন্তের পর হত্যা না আত্ন হত্যা বিষয়টি জানা যাবে বলেও জানান মামলার আই ও এসাই হীরু বড়ুয়া ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here