Friday, December 27, 2024

পাংশায় বাহাদুরপুরে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়

উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী) : সারাদেশে ১ কোটি পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবির) পণ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে রবিবার (১০ এপ্রিল) রাজবাড়ীর পাংশায় বাহাদুরপুর ইউনিয়নে ১৪শত আঠার জন পরিবারকে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

সুবিধা ভোগিরা জনপ্রতি পাবেন সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা, চিনি দুই কেজি ১১০ টাকা, মসুর ডাল ২ কেজি ১৩০ টাকা, ছুলা ২ কেজি ১০০ টাকা। সর্ব মোট ৫৬০ টাকার বিনিময়ে ৮ কেজি টিসিবির পণ্য পাবেন সাধারণ মানুষ। সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স শাজাহান ব্রাদার্স।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ট্যাগ অফিসার রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সজিব হোসেন সহ ইউপির সদস্যগণ প্রমুখ।

টিসিবির পণ্য নিতে আসা ৭৫ উদ্ধে বয়সী শাহিদা বেগম বলেন, আগে টিভিতে দেখতাম টিসিবির পণ্য শহরে বিতরণ করা হতো। কোনদিন ভাবতেই পারিনি আমরা গ্রামের মানুষ কমদামে টিসিবির পণ্য পাব।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here