Thursday, January 23, 2025

পাংশায় বিদেশী পিস্তলসহ ৩ জন হত্যা মামলার আসামী গ্রেফতার

উজ্জল হোসেন, পাংশা(রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে গত মঙ্গলবার (১০ মে) রাতে  উপজেলার সরিষা ইউপি থেকে বাধন বিশ্বাস (১৯) ও আশিক শিকদার (২২) কে আটক করা হয়েছে ।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলী ও গুলীর খোসা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আরও জিজ্ঞাস্বাবাদে গোপাল হত্যা মামলার আসামী সন্ত্রাসী তপু সরকার (২৬) এর স্ত্রীর ঊর্মী শিকদার (২০) কে আটকের পর তার হেফাজতে থাকা তপুর ব্যাবহ্নত একটি ওয়ান-শুটারগান উদ্ধার করে বলে জানায় পাংশা মডেল থানা পুলিশ।

সন্ত্রাসী বাধন সরিষা ইউপির নওড়াবনগ্রাম এলাকার তুষার বিশ্বাস এর ছেলে। আশিক একই এলাকার মন্টু শিকদারের ছেলে।

বুধবার (১১মে) থানা চত্বরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারের নির্দেশনায় সহকারি সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা স্যারের তত্বাবধানে উত্তম কুমার ঘোষ (ওসি তদন্ত পাংশা থানা) সহ অভিযান চালিয়ে এই দুই সন্ত্রাসীকে আটক করি এবং তাদের দেখানো মতে দুইটি অস্ত্র ও গুলী উদ্ধার করি। পতালক সন্ত্রাসী তপু সরিষা গোপাল হত্যা মামলার আসামী।পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here