Friday, January 10, 2025

পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাগণদের মাঝে ডিজিটাল সাটিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শেষ্ঠ সন্তান জীবিত ২৩৭ জন ও মৃত্যু ১৪৮ জন বীর মুক্তিযোদ্ধাগনদের মাঝে ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সাবেক এমপি আব্দুল মতিন মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ আলী খান, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, ১০টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগণ সাংবাদিকবৃন্দুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here