Wednesday, January 22, 2025

পাংশায় র‍্যাবের অভিযানে ২শত বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার  

প্রেস বিজ্ঞপ্তিঃ   র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল এবং গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় নামক স্থানে বিক্রয়ের জন্য অবস্থান করছে । উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ১৯/১১/২০২১ তারিখ বিকালে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় নামক স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ০১। মোঃ আরিফুল ইসলাম(২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-হরিনগাছী, ০২। মোঃ সুরুজ ইসলাম(২০), পিতা-মোঃ হাফিজুল ইসলাম, সাং-নাটনা পাড়া, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল, ০২ (দুই) কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয় করে রাজবাড়ী জেলাসহ পাশ^বর্তী জেলার বিভিন্ন এলাকায় উক্ত মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here