Sunday, December 22, 2024

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে গণধোলাই-পুলিশে সোপর্দ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৪৫ বছর বয়সী মুন্নাফ শেখ কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী

ধৃত মুন্নাফ শেখ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের (রায়নগর সাদার চর) শ্বশুর বাড়ি এলাকায় বসবাস করতো।

জানাগেছে, মুন্নাফ শেখ  চরঝিকরি ব্র্যাক প্রাক প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে তাকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মুন্নাফ শেখকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী ঘটনাটি মুন্নাফ শেখ মুখ চেপে ধরে জোড় পূর্বক করেছে বলে জানায়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রাশিদা খাতুন বলেন, ‘আমি জানালা দিয়ে ঘটনাটি দেখতে পাই। মেয়েটির নাম ধরে ডাক দিলে মেয়েটি ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে। পরে স্থানীয়রা এসে মুন্নাফ শেখকে ধরে মারধর করে ও পুলিশকে খবর দেয়।’

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইন ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং -৫।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here