Monday, December 23, 2024

পাংশায় ২ ক্লিনিক সিলগালা  

উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী): পাংশা উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেডিকেল প্র‍্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় লাইসেন্স নবায়ন করা না থাকায়, অপারেশন থিয়েটার এর পার্শ্ববর্তী পরিবেশ অপরিষ্কার থাকায় ১) এন আর ক্লিনিক ২) মেডিল্যান্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ৩) মা শিশু ও ডায়াবেটিস হাসপাতাল ৪) ডাঃ মঈন চক্ষু ফ্যাকো সেন্টার প্রত্যেককে ৫০০০/- টাকা করে ৪টি মামলায় মোট ২০,০০০/- টাকা জরিমানা করা হয় ও দ্রুত লাইসেন্স নবায়নের ব্যাপারে সতর্ক করা হয়।

এছাড়া অভিযান পরিচালনাকালীন লাইসেন্স এর সঠিক, মূল কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মা শিশু ও ডায়াবেটিস হাসপাতাল সিলগালা করা হয়। অন্যদিকে লাইসেন্স এর জাল কাগজপত্র দেখানোয় এন আর ক্লিনিকটি পরবর্তীতে সিলগালা করা হয়।

এসময় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তৈয়বুর রহমান ও পাংশা মডেল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পাংশা নুজহাত তাসনিম আওন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here