Friday, January 10, 2025

পাংশা ইউপি নির্বাচনঃ ৮টিতে নৌকা ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে নিরবিচ্ছিন্নভাবে চলে ভোট গ্রহন। ভোটার উপস্থিতি বেশী থাকায় কোন কোন কেন্দ্রে সাড়ে ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপুর্নভাবেই ভোট গ্রহন সম্পন্ন হয়। ভোট গ্রহন শেষে রাত ১২ টার পরে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী বাবুপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমান আলী সরদার(নৌকা) ৫ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম সরোয়ার(ঘোড়া) ৪হাজার ১৯২ ভোট পেয়েছে।

সরিষা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার(নৌকা) ৭হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আহম্মদ হোসেন(আনারস) পেয়েছে ৪ হাজার ৭৬৫ ভোট।

হাবাসপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী(স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মামুন খান(চশমা) ৮হাজার ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আলিম(নৌকা) পেয়েছে ৬ হাজার ৯৫৭ ভোট।

কসবামাজাইল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ(নৌকা) ৮ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম(আনারস) পেয়েছে ৭হাজার ৮২১ ভোট।

কলিমহর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোছাঃ বিলকিছ বানু(নৌকা) ৩হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বিধান কুমার বিশ্বাস(আনারস) পেয়েছে ৩হাজার ৪৫৮ ভোট।

পাট্টা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রব বিশ্বাস(নৌকা) ৬হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান বরকত(মোটর সাইকেল) প্রতীক পেয়েছে ৫ হাজার ১৯৫ ভোট।

মৌরাট ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান(নৌকা) ৭ হাজার ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস(ঘোড়া) পেয়েছে ৩হাজার ২৬৮ ভোট।

মাছপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো(নৌকা) ৮হাজার ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলাম খা(আনারস) পেয়েছে ১হাজার ৯৭৮ ভোট।

বাহাদুরপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) মোঃ সজিব হোসেন(মোটর সাইকেল) প্রতীক ৬হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত মোঃ হুমায়ুন কবীর শাকিল(নৌকা) পেয়েছেন ৫হাজার ৬৫৬ ভোট।

 যশাই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন(নৌকা) ৬হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান(আনারস) পেয়েছে ৫হাজার ৬৮৬ ভোট।

 ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৪৯৩ জন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

#রাজবাড়ীজার্নাল 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here