স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ৪৯ পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ী এবং সাজা পরোয়ানাভুক্ত ১ জন আসামীসহ মোট ৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
২৯শে জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার । তিনি জানান, পাংশা মডেল থানার এসআই (নিঃ)/ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২৮/০১/২০২৪ খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন গুধিবাড়ী সাকিনস্থ জনৈক মুকুল খন্দকার এর মালিকানাধীন বিসমিল্লাহ প্রেসের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪৯ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সাগর কাজী (২১), পিতা-মৃত ইসলাম কাজী, গ্রাম- চৈতাগ্রাম, ২। মোঃ আরজু মন্ডল (২৮), পিতা-মৃত কাউছার মন্ডল, গ্রাম- ব্রহ্মপুর, উভয় থানা-পাংশা, জেলা-রাজবাড়ীদ্বয়দের গ্রেফতার করেন। এসআই (নিঃ)/ মোঃ আকরাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২৮/০১/২০২৪ খ্রিঃ তারিখ ২৩:৫০ ঘটিকার সময় পাংশা থানাধীন ধোপাকেল্লা সাকিনস্থ জনৈক মোঃ দবির উদ্দিন মোল্লা সাধু (৪৪), পিতা-মৃত আতর আলী মোল্লা এর বসত বাড়ীর টিনসেট ওয়াল ঘরের উত্তর-পূর্ব পাশের রুমের ভিতর হইতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ৩। মোঃ দবির উদ্দিন মোল্লা @ সাধু(৪৪), পিতা-মৃত আতর আলী মোল্লা, ৪।মোঃ ফারুক হোসেন(২৪), পিতা-বাহাদুর প্রামানিক ,উভয় গ্রাম- ধোপাকেল্লা, ৫। চুন্নু মিয়া(৪২), পিতা-মৃত বাদশা মিয়া, গ্রাম-বাঁশগ্রাম, সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ীদের গ্রেফতার করেন। আসামী দবিরের বিরুদ্ধে পাংশা থানার এফআইআর নং-১৩/৫৮, তারখি- ১৯ র্মাচ ২০২১, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা আছে। এএসআই/ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাজা গ্রেফতারী পরোয়ানভুক্ত আসামী ৬। মোঃ ইমারত হোসেন, পিতা-মৃত ইয়াদ আলী সরদার, স্থায়ী: ,গ্রাম- চরঝিকড়ী(দোপপাড়া), থানা- পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন এবং অদ্য ইং ২৯/০১/২০২৪ তারিখ আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
প্রেস বিজ্ঞপ্তি-