Sunday, December 22, 2024

পাংশা থানার মতবিনিময় সভা

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় ঈদ উপলক্ষে বাজার কমিটি নেতৃবৃন্দ, গরু ব্যাবসায়ী এবং মাংস ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা মডেল থানার আয়োজনে শনিবার থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী। পাংশা থানা ওসি (তদন্ত) রাশিদুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
সভায় আগত অতিথীগনের কোন অভিযোগ থাকলে তা বলার জন্য বারংবার আহব্বান জানান পুলিশ। গরু ব্যাবসায়ী তাদের সমস্যাগুলো তুলে ধরেন।

সকলের অভিযোগ শুনে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার। এছাড়াও চুরি ছিনতাই চাঁদাবাজি রোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি প্রতিটি বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানোর উপর জোর দিয়ে সকল বাজার কমিটিকে নির্দেশনা দেন। এবং মাদকসেবি, মাদক ব্যাবসায়ী, চোর ছিনতাইকারি, জুয়াড়ি সহ কিশোর গ্যাং উদ্দে্শ্যে কঠোর হুঁশিয়ারি দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, মৌরাট, কলিমহর, কশবামাজাইল, বাবুপাড়া ও যশাই ইউনিয়নের চেয়ারম্যানগন। বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড মেম্বর, বিভিন্ন এলাকার বাজার কমিটির সভাপতি-সেক্রেটারি সহ গরু ও মাংস ব্যাবসায়ীগন। স্থানীয় সংবাদকর্মীগন সহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here