Wednesday, January 8, 2025

পাংশা থানা পুলিশের অভিযানে ৯ জুয়ারুসহ গ্রেফতার -১৩

  • রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং ৯ জন জুয়া মামলার আসামীসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।

জানাগেছে, শুক্রবার পাংশা মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এস,আই মোঃ হুমায়ূন রেজা, এস,আই আবু তালেব, এস,আই আকরাম হোসেন ও এ,এস,আই মোঃ জাহিদুল ইসলাম, এ,এস,আই জহিরুল হক, এ,এস,আই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সে সহ অভিযান চালিয়ে সি,আর পরোয়ানাভুক্ত আসামী পাংশা উপজেলার চরআফড়া গ্রামের আনসার আলী সরদারের ছেলে মোঃ আরশেদ আলী সরদার, নারায়নপুর গ্রামের দেশ দি ল্যাব) মৃত ইসরাইলের স্ত্রী আরবী খাতুন ওরফে শান্তা আরা, কাচারীপাড়া গ্রামের নবাব আলী মুন্সীর ছেলে মোঃ রবিউল ইসলাম, মাগুরাডাঙ্গী গ্রামের রবিউল ইসলাম টিটুর স্ত্রী রাফিজা বেগম এবং জুয়া মামলার আসামী চরআফড়া সরদারপাড়া গ্রামের মৃত বিশু সরদারের ছেলে মোঃ খলিল সরদার, জবেদ সরদারের ছেলে মোঃ সাইদুল সরদার, মোকাই মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম, সৈয়দ আলীর ছেলে মোঃ রিয়াজ সরদার, আইনুদ্দিন খার ছেলে মোঃ আজিজ খাঁ, আব্দুস সালামের ছেলে মোঃ আমান উল্লাহ, মোতাহার সরদারের ছেলে মোঃ বাবু সরদার, ফজল সরদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ, চর আফড়া গ্রামের ডাবু সরদারের ছেলে মোঃ আক্কাস আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরন করা হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here