উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ী জেলার পাংশা থানার বিশেষ অভিযানে রবিবার ( ২৫সেপ্টেম্বর) পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান, এসআই(নিঃ) তারিকুল ইসলাম, এসআই(নিঃ) বিপক্ষর কুন্তু, এএসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ পাংশা থানাধীন হাবাসপুর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযানে ১টি স্টেইনগানের ন্যায় দেশীয় পাইপগান, ১টি ধারালো ছোরা, ১টি ধারালো রামদা ও ৪টি অবিস্ফোরিত ককটেল বোমাসহ চার জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাংশা থানার হাবাসপুর ইউপির মাঠপাড়া এলাকার মোঃ রুবেল হোসেন (১৯) পিতা- সোহরাব মন্ডল, রাজিব মন্ডল (২০) পিতা- জিয়ারুল মন্ডল, খোকন শেখ (২২) পিতা- ফজলুল শেখ, সিরাজুল ইসলাম (৪৫) পিতা- মৃত আকবর মন্ডল।
এই ঘটনায় সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাংশা মডেল থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার সংক্রান্তে উপরোক্ত আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা করা হয়েছে, যার মামলা নং-২১, তারিখ- ২৬/০৯/২০২২খ্রিঃ, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (a) এবং পাংশা মডেল থানার মামলা নং-২২, তারিখ-২৬/০৯/২০২২ খ্রিঃ, ধারা- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৪/৬ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।