Thursday, January 23, 2025

পাংশায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিল সহ একজন আটক ট্রাক জব্দ

  • স্টাফ রিপোর্টারঃ  রাজবাড়ীর পাংশায় র‍্যাব-৮ ফরিদপুর সিপিসি-২ এর অভিযানে মোঃ লাল্টু মিয়া(২৭) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোঃ লাল্টু মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তরপুর গ্রামের মোঃ আব্দুল গাফফারের ছেলে।

২শরা ফেব্রুয়ারি (বুধবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ডন মোড় নামক স্থানে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী মোঃ লাল্টু মিয়া(২৭)কে ১৯২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক, ট্রাকে থাকা ৪২পিচ স্টিলের সীট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত  মোঃ লাল্টু মিয়া স্বীকারোক্তি থেকে জানা যায় সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ট্রাক যোগে ফেন্সিডিল সরবরাহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here