উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা ঢাকার ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ মে) ভোর ৪টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘ ৭ বছর যাবৎ ন্যায়নিষ্ঠা ও সততার সাথে পাংশা প্রেসক্লাবের দায়িত্ব পালন করেন।
প্রেসক্লাবের দায়িত্ব থাকাকালীন তিনি অনলাইন টেলিভিশন চ্যানেল টোয়েন্টি থ্রীর রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বিজয়৭১.অনলাইন টিভির সম্পাদক ছিলেন।
এছাড়াও ১৯৮৮ সালে পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডর সাবেক মেম্বার ছিলেন। পাটিকাবাড়ি নিজ বাসভবনে দুপুর ৩ টায় মরহুমের নামাজের জানাযা শেষে পাটিকাবাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।’