Sunday, December 22, 2024

পাংশা মডেল থানার নতুন ওসি স্বপন কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার সাবেক ওসি স্বপন কুমার মজুমদার।

১১ই ডিসেম্বর বিকালে তিনি পাংশা মডেল থানার ওসি’র দায়িত্বভার গ্রহণ করেন। জানা যায়, নবাগত ওসি স্বপন কুমার মজুমদার ১৯৯৮ সালে তিনি উপ- পরিদর্শক (এসআই পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল চাঁদপুর জেলা। এরপর তিনি বরিশাল, খুলনা ও সিএমপি’তে চাকরী করেন। ২০১১ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক (ইন্সপেক্টর) হয়ে কক্সবাজার জেলায় যোগদান করেন।

পরবর্তীতে তিনি কুমিল্লা, চাঁদপুর জেলায় ছিলেন। সর্বশেষ চাঁদপুর থেকে রাজবাড়ী জেলা পুলিশে বদলী হয়ে আসেন। তার বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি ২পুত্র সন্তানের জনক। দায়িত্ব গ্রহণের পর তিনি সমন্বিত প্রচেষ্টায় পাংশা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here