উজ্জল হোসেন, পাংশা: পাংশা সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন ঘোষণা করেছে কলেজ কতৃপক্ষ।
বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে পাংশা সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ এর নুশরাত হাছনীন, সদস্য- ভর্তি কমিটি ও প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ এর মেহেদী হাসান, সদস্য- ভর্তি কমিটি ও প্রভাষক, গণিত বিভাগ এর সানজিদা হায়দারী প্রমুখ।
পাংশা সরকারি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী বলেন, আমাদের কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগে ৮৭৯ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।
বুধবার ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ওরিয়েন্টিশন ক্লাসের উদ্বোধন ঘোষণা করা হয়।