স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে পাট বোঝাই নচিমনে চলন্ত অবস্থায় হটাত আগুন যায়। বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী থেকে পাংশাগামী চরলক্ষীপুর আহমেদ আলী মৃধা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
পথচারী মাসুদ জানান, পাট বোঝাই একটি নচিমন পাংশার দিকে যাচ্ছিলো হটাত নচিমনের নিচের দিকে ধোয়া দেখাযায় পরে নচিমন চালক নচমন থামালে স্থানী লোকজন এগিয়ে এসে পানি দিয়ে নচিমনের আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের ধোয়ায় পথ অন্ধকার হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে না প্রে পরে ফায়ার সার্ভিসে ফোন করে।
এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে বিকাল ৪টা ২০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌছাই। ততক্ষণে অনেক পাট পুড়ে গেছে। রাজবাড়ী থেকে মনসুর আলী নামের একজনের ৩৭ মণ পাট বোঝাই করে নচিমন চালক পাংশায় যাচ্ছিলো। হটাত করেই নচিমনে আগুন লেগে যায়।
স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেছে। আমরা ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করেছি। তবে কি কারনে আগুন লেগেছে আমরা জানতে পারিনাই। আগুন লাগার কারন অজ্ঞাত।’