Sunday, December 22, 2024

পানিকে তেল বলে প্রতারণা ! ৯৯৯ -এ কল দিয়ে প্রতারক নিজেই গ্রেপ্তার

রাজবাড়ী জার্নাল নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে পানিকে তেল বলে প্রতারণাকালে এনজিও পরিচয়ে শাহজাহান ওরফে রাজু বেপারী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ ।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজবাড়ী থানা পুলিশ ৮ই এপ্রিল  অভিযান পরিচালনা করে শাহজাহান ওরফে রাজু বেপারী, সাং: রূপপুর, থানা ও জেলা: রাজবাড়ী নামক একজন প্রতারককে ৭টি ভুয়া সয়াবিন তেলের গ্যালনসহ আটক করেছে। গ্রেফতারকৃত আসামি “আতিক লিমিটেড” নামক একটি এনজিওর কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মহিলাদেরকে দশ টাকার বিনিময়ে উক্ত এনজিওর সদস্য বানিয়ে সেই সকল সদস্যদের মাঝে ১০০ টাকায় ১কেজি সয়াবিন তেল বিক্রি করার প্রলোভন দেখায়। সেই প্রলোভনের ফাঁদে পড়ে পাচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামে গত ২২/৩/২০২৩ তারিখে ছয়টি ত্রিশ লিটার গ্যালন কথিত সয়াবিন তেলের নামে পানি বিক্রি করে। অদ্য ৮/৪/২৩ তারিখে উক্ত আসামী আবার রাজবাড়ী থানাধীন আলাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে একই কায়দায় তেলের নামে পানি বিক্রি করতে আসলে ভুক্তভোগী রাশিদা বেগম, স্বামী: মোঃ শাহজাহান, সাং: জগতপুর, ইউনিয়ন: পাচুরিয়া, থানা ও জেলা: রাজবাড়ী লোকজন নিয়ে এসে তার তেল দেখতে চায়। কিন্তু শাহজাহান ওরফে রাজু বেপারী তার গ্যালনের মুখ খুলতে চায় না। এ অবস্থায় এলাকার লোকজন তাকে আটক করে রাখে। আসামি শাহজাহান ওরফে রাজু বেপারী ভয় পেয়ে দ্রুত জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকালে উক্ত প্রতারককে আটক করে এবং তার কাছ থেকে ৭টি ত্রিশ লিটারের প্লাস্টিকের গ্যালন জব্দ করে যার একটির মধ্যে ৪ লিটার সয়াবিন তেল পাওয়া যায় এবং বাকি ৬টি গ্যালনে পানি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই প্রতারণার কাজে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে ভুক্তভোগী রাশিদা বেগম বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। রাজবাড়ী থানা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here