Monday, December 23, 2024

পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করবেন রাজবাড়ীর ইউসুফ

উজ্জল হোসেন, পাংশা: টানা ৫৫ দিন পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ করতে চান রাজবাড়ীর কালুখালীর ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ (২২) নামের এক যুবক।

রবিবার (৬ নভেম্বর) দুপুরে পাংশা শহরের মাহমুদ প্লাজার মিনিস্টার সো রুমে এক সাক্ষাত কারে এতথ্য জানান ইউসুফ।

তিনি কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মণ্ডলের ছেলে।

সাক্ষাত কারে ইউসুফ জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পায়ে হেঁটে ৫৫ দিনে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন। ১০ নভেম্বর কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করবেন। ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ীতে আসার মাধ্যমে শেষ হবে তার এ হাঁটা অভিযান। প্রতিদিন গড়ে প্রায় ১০ ঘণ্টা হাঁটবেন ইউসুফ। তবে সহযোগিতায় এখনো কোনো পৃষ্ঠপোষক পাননি তিনি।
এরআগে ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ীতে হেঁটে আসেন ইউসুফ। এছাড়া নিজেকে ফিট রাখতে দিনে প্রায় ৩০ কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here