Wednesday, January 22, 2025

পা‌য়ে হে‌টে দে‌শ ভ্রমন কর‌লেন রাজবাড়ীর ইউছুফ

নেহাল আহমেদ, রাজবাড়ী : সব‌চে‌য়ে কম সম‌য়ে মাত্র ৬৪ দিনে পা‌য়ে হে‌টে দেশ ভ্রমন ক‌রেছেন রাজবাড়ী কালুখালীর মোঃ ইকবাল মন্ডল ওর‌ফে ইউছুফ নামের এক যুবক।

বৃহস্প‌তিবার দুপুর ১২টার দি‌কে রাজবাড়ীর শহীদ খু‌শি রেলও‌য়ে ময়দা‌নে অব‌স্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনা‌রে এ‌সে তি‌নি তার পথযাত্রা শেষ ক‌রেন।

এ সময় তি‌নি আ‌বেগাপ্লুত হ‌য়ে প‌ড়েন। প‌ড়ে তা‌র শুভাকা‌ঙ্খি ও বন্ধু-স্বজনরা তা‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

জানা‌গে‌ছে, মাদকের ভয়াবহতা থে‌কে রক্ষা, জীবন বাঁচা‌তে রক্তদা‌নে উৎসা‌হ ও প‌রি‌বে‌শের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখ‌তে ইউছুফ ২০২২ সা‌লের (১০ ন‌ভেম্বর) কক্সবাজা‌র কেন্দ্রীয় শহীদ মিনার থে‌কে ওয়াল‌কিং মিশন বাংলা‌দে‌শ না‌মে পথযাত্রা শুরু ক‌রেন। সেই ধারাবা‌হিকতায় ৬৪ দি‌নে ৩ হাজার ৩৬০ কি‌লো‌মিটার পথ পা‌য়ে হে‌টে আজ (১২ জানুয়ারী) রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ‌সে শেষ ক‌রে‌। এরআগে এতো কম সম‌য়ে পা‌য়ে হেটে ৬৪ জেলা কেউ ভ্রমন ক‌রেন নাই। তবে এই পথযাত্রায় তেমন কোন পৃষ্ঠ‌পোষকতা তি‌নি পান নাই।

আগামীতে পৃষ্ঠ‌পোষকতা পে‌লে ইউসুফ আরও বড় বড় চ্যালেঞ্জ নে‌বেন ব‌লে আশাবাদী ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here