উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনের জন্য চারা বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার( ১১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে এ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা মো. মাইন উদ্দিন সাআদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সোলাইমান হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পাংশা উপজেলায় ১৪২ টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪২ জন কৃষকদের মাঝে ২৩ রকমের বীজ, ৬টা ফলের চারা ও ৩৫ কেজি জৈবসার, পানির ঝাঝরি ও সাইনবোর্ড সহ অন্যান্য উপকরণ বিতরণ করেন।