Sunday, December 22, 2024

পুকুরে বিশাল কুমির

বাগেরহাটঃ  বাগেরহাটের রামপালের শ্রীরম্ভা এলাকার ইসরাফিল গাজীর বাড়ির পুকুর থেকে লম্বায় ৯ ফুটের বিশাল আকৃতির একটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে পুকুরে হাঁসের পালক ভাসতে দেখে সন্দেহ হয়। পরে জাল টেনে কুমিরটি ধরা হয়।

স্থানীয়রা বলেন, সোমবার বিকেল থেকে স্থানীয় এক ব্যক্তি তার ছয়টি হাঁস খুঁজে পাচ্ছিলেন না। পরে পুকুরে হাঁসের পালক ভাসতে দেখে সন্দেহ হলে জাল টানা হয়। এ সময় জালে একটি কুমির আটকা পড়ে।

এই পুকুরের সঙ্গে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। পরবর্তীতে কুমিরটি পুকুরে আশ্রয় নিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটিকে উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কুমিরটি ৯ ফুট লম্বা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করতে পারব।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here