Friday, December 27, 2024

পুলিশের অভিযানে ১৩৯ বোতল ফেন্সিডিল ৫০ ইয়াবা সহ একাধিক আসামী গ্রেফতার

মোজাম্মেলহক ,গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ সেপ্টেম্বর বিকাল হইতে ২৯ সেপ্টেম্বর রাত ০২.৫৫ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে সামছু মাষ্টার পাড়া হেলাল মিয়ার ছেলে মোঃ ইমন মিয়া (২৩)কে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

অপর দিকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামক পরিবহন, যার নম্বর- ঢাকা মেট্রো-ব-১৫-৭৫২৩ যাত্রীর ব্যাগ তল্লাশি করে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনদি গ্রামের মৃত নুর মোহাম্মদ ব্যাপারীর ছেলে রমজান আলী (৩৭),এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব (১৯) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার শাপলা কলিপাড়া গ্রামের মৃত আরফান আলী ছেলে মো. সোহেল রানা (২৪), একই থানার কাশিপুর মাঠপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. রতন মিয়া ( ২৭) কে ১৩৯ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, থানা পুলিশ ঢাকাগামী যাত্রীবাহী বাস যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ১৩৯ (একশত উনচল্লিশ) বোতল মাদক ফেন্সিডিলসহ বাস যাত্রীদের গ্রেফতার করেছে এবং সামছু মাষ্টার পাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০ পিছ ইয়াবা সহ আরেক মাদক কারবারি কে গ্রেফতার করেছে, এদের নামে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here