Thursday, December 26, 2024

পুলিশের সহায়তায় প্রতিবন্ধী শিশুটি ফিরে পেলো পরিবার 

রাজবাড়ী সদর থানা পুলিশের সহযোগীতায় নিজ পরিবারে ঠাই পেলো বাক ও বুদ্ধি প্রতিবন্ধী  শিশু জিহাদ শেখ(১৩) ।

জানাগেছে, রাজবাড়ী সদর থানার এএস আই মাহাবুবুর রহমান মহসীন ১৩ই আগস্ট শুক্রবার রাত্রীকালীন দায়িত্ব পালন কালে রাত দেড়টার দিকে শহরের রেইল স্টেশন এলাকায় প্রতিবন্ধী  শিশুটিকে দেখতে পায়। পরে তিনি সদর থানার ওসি শাহাদাত হোসেনে কে অবগত করে থানায় প্রতিবন্ধী  শিশুটিকে নিয়ে আসেন।  পরে সদর থানার ওসি বিভিন্ন থানায় যোগাযোগ করে পরে শিশুটির পরিবারের কাছে শিশুটিকে শনিবার দুপুরে হস্তান্তর করা হয়।

শিশু জিহাদ শেখ (১৩) ফরিদপুর জেলার কোতোয়ালী থানার চর নসিপুর এলাকার মোঃজসিম শেখ এর ছেলে । শিশুটিকে তার দাদা লতিফ শেখ (৭০) এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, শিশুটি বাক প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী । সে তার মামা বাড়ী কালুখালিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পরে হারিয়ে যায়। আমরা যোগাযোগ করে তার ঠিকানা বের করে তার দাদার কাছে শিশুটিকে বুঝিয়ে দিয়েছি।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here