Sunday, December 22, 2024

পুলিশে চাকুরি দেওয়ার নামে প্রতারনা, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে পুলিশের কন্সটেবল পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের ইউনুস আলী বিশ্বাসের ছেলে হামিদুল ইসলাম (৩১), একই এলাকার মোহাম্মদ আলী মোল্লা ছেলে মোকলেছুর রহমান (৩৫), বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দমেগচামি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিবুল শেখ (২০), এবং ফরিদপুরের ভাঙা থানার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুল হাই কাজীর ছেলে নুরুল ইসলাম (৬১)।

৩১ অক্টোবর (বৃহস্পতিবার) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, রাজবাড়ীর বালিয়াকান্দির জোবায়ের হোসেন (২০) পুলিশ কনস্টেবল পদে আবেদন করলে, ওই চার প্রতারক তাকে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসে ১০ লাখ টাকা দাবি করে। গত ২৬ অক্টোবর রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে থেকে তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে প্রতারণা করে। বিষয়টি জানার পর জোবায়েরের বাবা সদর থানায় একটি প্রতারণার অভিযোগ করেন এবং ডিবি পুলিশকে জানান। রাজবাড়ী সদর থানার মামলা নং- ৩৩ ।

সেই প্রেক্ষিতে ৩০ অক্টোবর ডিবি পুলিশ অভিযান চালিয়ে হামিদুল ও মোখলেছুরকে গ্রেফতার করে এবং হামিদুলের কাছ থেকে প্রতারণার দুই হাজার টাকা উদ্ধার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দমেগচামি গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসএসসির সার্টিফিকেটসহ নিয়োগের কাগজপত্র জব্দ করেন এবং তার ছেলে আজিবুল শেখকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে থেকে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here