Saturday, December 21, 2024

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় জনতার হাতে দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর বসন্তপুর ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা গ্রামের জুনায়েদ পাটোয়ারী (৩১) ও মুকুন্দিয়া গ্রামের সৌরব হোসেন (২০)।

১২ মে (শুক্রবার) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকার জুটমিলের সামনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি হাইওয়ে পুলিশ পরিচয়ে সড়কে চলাচলরত গাড়ি আটকিয়ে কাগজপত্র দেখার নাম করে চাঁদাবাজি করছিলো। এসময় তাদের আচরণে সন্দেহ হলে জনতা ওই দুইজনকে আটক করে হাইওয়ে পুলিশে খবর দেয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশের পোশাক পরে মহাসড়কে বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটককৃতদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here