Saturday, January 11, 2025

পুলিশ পরিচয়ে অটোবাইক ছিনতাইকালে ২জন আটক

কালুখালি সংবাদদাতাঃ  রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে ব্যাটারী চালিত অটোবাইক ছিনতাইকালে সোহেল ও সাইফুল সিকদার নামে ২জনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত সোহেল ফরিদপুর কোতয়ালী থানার বকারটিলা এলাকার নয়নের ছেলে এবং সাইফুল সিকদার নড়াইল জেলার নড়াগাতি থানার ডরমোল্যার মোড় এলাকার সিদ্দিক সিকদারের ছেলে। তবে অটোবাইক নিয়ে অপর ২জনসহযোগী পালিয়েছে।

অটোবাইকের মালিক রাজবাড়ী সদর থানার বেথুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে রিংকু হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে পাংশা বাসষ্ট্যান্ড থেকে ৪জন লোক এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আসামী ধরতে যাবে বলে অটোবাইকে ওঠে। কালুখালী চাঁদপুর বাসষ্ট্যান্ড এলাকা এসে আমাকে মারধোর করে ২জন অটোবাইক নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here