Tuesday, December 24, 2024

পেটের ভেতরে বহন করা ইয়াবা সহ দুইজন ডিবি’র হাতে গ্রেফতার 

পেটের ভেতর করে অভিনব কায়দায় ইয়াবা বহন করার সময় দুই মাদক কারবারিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

গ্রেফতার দুই মাদক কারবারি হলোঃ রাজবাড়ী সদর উপজেলার দঃ মাটিপাড়া এলাকার মোঃ ইমান আলী মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা (২৫) ও মোঃ কালাম মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া(২০)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) সূত্রে জানাগেছে, ১৯শে নভেম্বর (শুক্রবার) রাত পৌনে ৭ টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে পেটের ভিতরে করে অভিনব কায়দায়  ইয়াবা ট্যাবলেট নিয়ে আসা দুই জন মাদক ব্যবসায়ীকে উত্তর দৌলতদিয়া পতিতালয়ের মধ্যে জনৈক সোনাই কুমার শাহার কাপড়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে। পরে বিশেষ কায়দায় ২শ পিস ইয়াবা ট্যাবলেট বেড় করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here