‘ছায়া ছায়া মেঘ জমেছে’ যৌথ কাব্যগ্রন্থটি সাংবাদিক শরিফুল ইসলামের প্রথম যৌথ কাব্যগ্রন্থ হিসেবে ২৫ জুলাই রবিবার ঘরোয়া ভাবে মোড়ক উন্মোচন করা হয় পাংশার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে।
মানিক মজুমদার ও মাহফুজ আলী কাদেরী সম্পাদিত ‘ছায়া ছায়া মেঘ জমেছে’ কাব্যগ্রন্থটির প্রকাশক ‘রুপম প্রকাশনী’। গ্রন্থটিতে বাংলাদেশ ও ভারতের প্রায় অর্ধশতাধিক গুনি লেখকের লেখা রয়েছে।
সাংবাদিক ও তরুণ কবি শরিফুল ইসলাম বর্তমানে স্থানীয় ‘দৈনিক সময়ের কাগজ’ পত্রিকা ও জনপ্রিয় অনলাইন পোর্টাল রাজবাড়িবিডিতে কর্মরত রয়েছেন। বেশকিছু স্থানীয় গ্রন্থ ও পত্রিকায় তার সাহিত্যচর্চা ও লেখা প্রকাশ পেয়েছে।
ঘরোয়া পরিবেশে কাব্যগ্রন্থটি মোড়ক উন্মোচনের সময় স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল, বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি) শহিদুল ইসলাম, বিশিষ্ট লেখক কবি ও বাংলাদেশ টেলিভিশনের কথা সাহিত্যিক ও নাট্যকার কাজী ফরিদ আহম্মদ তপন, গুনি সাহিত্যিক ও লেখক শেখ মুন্নু বাংলাভাষী, সাংবাদিক উজ্জ্বল হোসেন, পাংশা উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য আসাদুজ্জামান হেনা প্রমুখ।