Friday, December 27, 2024

প্রকৃতি সেজেছে এক রঙিন সাজে

মোজাম্মেলহক, গোয়ালন্দ: যখন কৃষ্ণচূড়া রং হারাবে মুছে যাবে গন্ধরাজে গন্ধ। ছায়া পথে গোলোক বাধায় মন খুজবে জীবন ছন্দ। রাগে তারে গালি দিয়া লয়েছি আমি কাড়িয়া মোর কৃষ্ণচূড়া ফুলে সাজিয়া।

শুকুবার দুপুরে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটের বাইপাস সড়ক হতে বাংলাদেশ হ্যাচারীজ পর্যন্ত প্রায় তিন কিলোটার জুড়ে মহাসড়কের দুপাশে সবুজের বুকচিরে রক্তিম লাল আভা উঁকি দিয়ে জানান দিচ্ছে তার নয়নাভিরাম। গোয়ালন্দ রেলস্টেশনের দু পাশে কৃষ্ণচূড়া ফুলে ফুলে সেজেছে বাহারি সাজ। তেমনই গ্রীষ্মকালের বাহার কৃষ্ণচূড়া ফুল। রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়ার মনকাড়া গাছ। সবুজ সবুজ চিকন পাতা। ফাঁকে ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। মন নেচে ওঠে আনন্দে।

কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এ গাছ চমৎকার পত্রপল্লব এবং আগুনলাল কৃষ্ণচূড়া ফুলের জন্য বিখ্যাত। এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত একটি গাছ, যা ‘গুলমোহর’ নামেও পরিচিত।

কৃষ্ণচূড়ার ফাঁক গলিয়ে যদি ঘুঘু-শালিক ওড়াউড়ি করে! তাহলে কেমন হয়! যদি বৈশাখের কৃষ্ণচূড়ার পাতা-ফুল, কালবৈশাখী মেঘ ও চঞ্চল ঘুঘু মিলেমিশে একাকার হয়ে যায়। তাহলে দৃশ্যটিই মনে হবে স্বপ্নের মতো। এমনকি কৃষ্ণচূড়ার লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করা।

কৃষ্ণচূড়া মাদাগাস্কারের শুষ্ক পাতাঝরা গাছের জঙ্গলে পাওয়া যায়। যদিও জঙ্গলে এটি বিলুপ্ত প্রায়। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি জন্মানো সম্ভব হয়েছে। সৌন্দর্যবর্ধক গুণ ছাড়াও এ গাছ ছায়া দিতে বিশেষ উপযুক্ত। উচ্চতায় সর্বোচ্চ ১২ মিটার হলেও শাখা-পল্লবে চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ। বাংলাদেশের শহর কিংবা গ্রামে কৃষ্ণচূড়ার গাছে ঝলমলে রক্তিম ফুল ফুটে আছে। কিছু ফুল ঝরে পড়ে মাঝে মাঝে। কালবৈশাখীর কালো মেঘের মধ্যেও উঁকি দেয় টকটকে লাল কৃষ্ণচূড়া ফুল।

মো. নজরুল মিয়া বলেন, আমি বাইপাস সড়ক দিয়ে পায়ে হেঁটে ফেরি ঘাটে যাই। কারন হলো কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যময় দেখার জন্য ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here