Wednesday, January 22, 2025

প্রথমবারের মতো ঢাকায় আসছেন নোরা ফাতেহি

ডেস্ক নিউজঃ প্রথমবারের মতো ঢাকায় আসছেন “সাকি সাকি”, “দিলবার” গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ঢাকায় এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া । তিনি বলেন, “ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে।”

মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় এই তারকার। এরপর দ্রুতই তাক লাগিয়েছেন ২৮ বছর বয়সী এই শিল্পী..। বলিউডের আইটেম গার্ল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাকে নৃত্যশিল্পী হিসেবেও সমান কদর করা হয়।

“বাহুবলী: দ্য বিগিনিং”, “কিক টু”, “শের”.., “লোফার”, “সত্যমেভ জয়তে”, “স্ত্রী”, “বাটলা হাউস”, “ভারত” নামের হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন।

এছাড়া নোরা তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও আলো ছড়াচ্ছেন। সমান তালে কাজ করছেন ছোট পর্দা ও ইউটিউব চ্যানেলের জন্য। মিউজিক ভিডিও ও অনুষ্ঠানের অতিথি হিসেবে তাকে প্রায়ই পর্দায় দেখা যায়।

“বিগ বস ৯”, “ঝলক দিখলা যা”, “কমেডি নাইটস”, “এমটিভি ট্রল পুলিশ”সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তিনি নিয়মিতই উপস্থিত হয়েছেন।

Nora Fatehi is coming to Dhaka for the first time
Desk News:
Bollywood dancer Nora Fatehi is coming to Dhaka for the first time by dancing to the song “Saki Saki”, “Dilbar”. He will perform dance at the award distribution event at a convention hall in Dhaka.

This information was confirmed by the organizer of the event, Shahjahan Bhuiyan. He said, “The award ceremony will be held at a convention hall in Dhaka. Negotiations with Nora have been finalized. The event will be held in mid-December.”

Nora, of Moroccan descent, was born and raised in Canada. The star made his Bollywood debut five years ago. After that, the 28-year-old artist quickly hit the shelves… She has been recognized as an item girl of Bollywood. He is equally appreciated as a dancer.

He has worked in Hindi films like “Baahubali: The Beginning”, “Kick Two”, “Sher”, “Loafer”, “Satyamev Jayate”, “Stri”, “Batla House”, “Bharat”.

Apart from this, Nora is also spreading light in Telugu, Malayalam and Tamil films. Equally working for small screen and YouTube channel. He is often seen on screen as a guest in music videos and shows.

He has also appeared regularly in other reality shows like “Bigg Boss 9”, “Jhalak Dikhhla Jaa”, “Comedy Nights”, “MTV Troll Police”.

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here