রাজবাড়ী জার্নাল ডেস্কঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী’র সহায়তায় ও রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ” No Helmet ,No Bike Driving ” প্রতিপাদ্যে ১২ই সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) সকালে রাজবাড়ীর বড়পুল এলাকায় বাইক চালকদের হেলমেট ব্যাবহারের সচেতনতা করা হয়।
এ সময় রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করীম, মুকিত সরকার ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য এবং ছাত্ররা উপস্থিত ছিলেন।
এ সময় হেলমেট ব্যাবহারকারী বাইক চালকদের গোলাপ ও রজনীগন্ধা ফুলের স্ট্রিক দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ।
পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, নিরাপদ ভ্রমণ ,নিরাপদ জীবন এই লক্ষ্যে আমরা কর্মসূচী দিয়েছি। সতঃস্ফুর্তভাবে আমাদের সাথে ছাত্ররা ছিলো। আমরা প্রাথমিকভাবে আমরা সচেতন করার চেষ্টা করছি মানুষকে বাইক চালানোর সময় হেলমেট ব্যাবহারের জন্য । পরবর্তীতে আমরা আইন প্রয়োগ করব। ‘