Wednesday, July 30, 2025

ফরিদপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি ও অপহরণ: পাঁচজন গ্রেপ্তার, উদ্ধার দুই স্বর্ণ ব্যবসায়ী

অনলাইন ডেস্কঃ 

ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি ও অপহরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় উদ্ধার করা হয়েছে ভুয়া র‍্যাবের পোশাক, ওয়াকি-টকি, অস্ত্র সদৃশ গ্যাস লাইট এবং অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস। অপহৃত স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, অপহৃত দুই ভাই—জয়দেব আধ্য (৫৩) ও বিশ্বনাথ আধ্য (৫৭)—সাতক্ষীরার বাসিন্দা ও পেশায় স্বর্ণ ব্যবসায়ী। ব্যবসায়িক প্রয়োজনে তাঁরা সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকার তাঁতীবাজার থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার জয়বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস ‘র‍্যাব’ পরিচয়ে বাস থামিয়ে দেয়।

পরে ভুয়া র‍্যাব লেখা জ্যাকেট পরিহিত ৩-৪ জন ব্যক্তি বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। অপহরণের সময় তাদের চোখ গামছা দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং সঙ্গে থাকা ২,৭০০ টাকা ও জুয়েলারি যন্ত্রাংশ ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই র‍্যাব-১০-এর একটি দল দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে এবং দুই ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • দিদার (২৯)

  • মো. সাইফুল ইসলাম (৩০)

  • মিন্টু গাজী (৪৫)

  • মো. জামিল (৩২)

  • স্বপন খান (৪৫)

এর মধ্যে সাইফুল ইসলাম ও স্বপন খান পালানোর সময় উত্তেজিত জনতার হাতে ধরা পড়েন এবং গণপিটুনির শিকার হন। পরে র‍্যাব সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

উদ্ধারকৃত আলামত:

  • ৪টি র‍্যাব লেখা জ্যাকেট

  • ৩টি র‍্যাব ক্যাপ

  • ২ জোড়া হাতকড়া

  • ১টি স্টেনগান

  • ১টি পিস্তল সদৃশ গ্যাস লাইট

  • ২টি ওয়াকি-টকি সেট

  • পিস্তল কাভার

  • মোবাইল ফোন

  • ব্যবহৃত মাইক্রোবাস

অপরাধ ইতিহাস:

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা।

  • দিদার: ৮টি মামলা

  • মিন্টু গাজী: ৩টি

  • সাইফুল ইসলাম: ৩টি

  • জামিল: একটি হত্যা মামলা

  • স্বপন খান: চুরি, ডাকাতি, অস্ত্র ও ৪টি হত্যা মামলা

র‍্যাব-১০ অধিনায়ক বলেন, আন্তঃজেলা বাসে যাত্রার আগে ভিডিও ক্যামেরা ও সিসিটিভি স্থাপন করলে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব। তিনি আরও বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন, তাহলে দ্রুত ৯৯৯-এ কল করে বা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here