Friday, August 1, 2025

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে কানাডা

অনলাইন ডেস্কঃ ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার কানাডাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবে।

তিনি জানান, গাজায় চলমান মানবিক সংকট ও দীর্ঘদিন ধরে চলা নিপীড়নের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে তিনি শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান।

তবে কানাডার এই স্বীকৃতির সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এর একটি হলো—হামাস এই প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রধানমন্ত্রী কার্নি জানান, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যে সংস্কার ও ২০২৬ সালে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন, সেটির ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।

সমালোচনার মুখে কানাডা
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হামাসকে বাইরে রেখে নির্বাচন আয়োজনের বিষয়টি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এতে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে উল্লেখ করে, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শর্তারোপের মাধ্যমে কানাডা মূলত ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, যা ভবিষ্যতে সংকট আরও জটিল করতে পারে।

ইসরাইলের তীব্র প্রতিক্রিয়া
কানাডার এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে ইসরাইল। কানাডায় অবস্থিত ইসরাইলি দূতাবাস এক বিবৃতিতে দাবি করেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানেই “হামাসের সন্ত্রাসকে বৈধতা দেওয়া”।

এদিকে, জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সম্মেলনে মধ্যস্থতাকারী দেশগুলো—মিশর, কাতার ও সৌদি আরব—ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে হামাসকে অস্ত্রত্যাগের আহ্বান জানিয়েছে। যদিও এ বিষয়ে হামাস এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

গাজায় সহিংসতা অব্যাহত
অন্যদিকে, কূটনৈতিক তৎপরতা চললেও গাজায় ইসরাইলি হামলা থেমে নেই। বুধবার গাজার বিভিন্ন এলাকায় চালানো বিমান ও ড্রোন হামলায় অন্তত ১০৪ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হন। এছাড়া, ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর চালানো হামলায় প্রাণ হারান আরও ৭১ জন। আন্তর্জাতিক চাপ ও প্রতিবাদ উপেক্ষা করেই ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here