Tuesday, April 8, 2025

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কালুখালীতে বিক্ষোভ মিছিল

কালুখালী সংবাদদাতা: রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদ আছর কালুখালী উপজেলা তৌহিদী জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি কালুখালীর ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন চত্তর থেকে বের হয়ে উপজেলার অরুণগঞ্জ বাজার প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের মোড়ে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত করে। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন কালুখালী উপজেলা শাখার সভাপতি ও কালুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল মালেক, রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান তোতা, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ মতিন মাস্টার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম আশরাফী, সহ-সভাপতি মুফতি নিজাম নিউদ্দিন, শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মনজুরুল ইসলাম, এছাড়াও মাওঃ আব্দুল হালিম,হাফেজ জয়নাল হুসাইন ও শিক্ষক হুসাইন আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, ” ইসরাইলি সকল পণ্য বয়কট সহ গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা! “

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here