Thursday, April 3, 2025

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-রাজবাড়ী সরকারি কলেজ শাখা।

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ই মার্চ) বাদ যোহর রাজবাড়ী সরকারি কলেজ মসজিদ এর সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাজবাড়ী সরকারি কলেজ গেইটে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-কলেজ শাখা সদস্য সচিব মাহমুদ ইমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য, আব্দুর রহিম সুমন

তিনি বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।

তিনি সকলের উদ্দেশ্যে আরো বলেন আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলেই ভারতীয় ও ইহুদী পণ্য বয়কট করবেন । আমরা কেউ যেন ওদের পন্য না ক্রয় করি সকলের প্রতি সেই আহ্বান জানান।

উক্ত বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাজবাড়ী সরকারি কলেজ শাখা, আহ্বায়ক বিপ্লবী ছাত্র নেতা, মুহাম্মদ আব্দুল আলীম। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মুহাম্মদ সজিব হোসেন, মুহাম্মদ শান্ত।

সর্বশেষ ফিলিস্তিনে নিপীড়িত মাজলুমদের জন্য দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ করা হয়। ”

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here