Tuesday, January 21, 2025

ফুটবল আনতে গিয়ে আটকে যাওয়া ছেলেটি উদ্ধার

রাজবাড়ী শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ফুটবল খেলার সময় বলটি বিদ্যালয়ের ভবনের তিনতলায় বল আটকে পরলে বলটি আনতে গিয়ে বিদ্যালয়ের পুরাতন ভবনটিতে আটকে যায় হাসিবুল করিম (১৬)  নামে এক কিশোর ছেলে। শনিবার সন্ধ্যা সারে ৬টার দিকে এ ঘটনা ঘটে।  হাসিবুল শহরের দেলোয়ার হোসেনের ছেলে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে মই এর মাধ্যমে ছেলেটিকে উদ্ধার করে।

হাসিবুল জানায়, বড় ভাইয়রা ফুটবল খেলছিলো।হটাত ভবনের তিন তলায় চলে যায়। তাদের অনুরোধে বলটি আনার জন্য ভবনের উপরে উঠার পর বৃষ্টি চলে আসে।  পরে ভবন পচ্ছিল হয়ে যায়। বৃষ্টি কমে গেলোও নামার সাহস পাচ্ছিলাম না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাকে উদ্ধার করে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলামের নেতৃত্বে সাব –অফিসার বিল্লাল হোসেন খলিফা সহ অন্যান্য সদস্য উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।

ফায়ারসার্ভিসের কর্মকর্তারা জানান, আমাদের মোবাইলে ফোন আসে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে তিন তলা ভবনে ফুটবল আনতে গিয়ে একটি ছেলে আটকে গেছে। আমরা সাথে সাথে এসে মইয়ের মাধ্যমে ছেলেটিকে উদ্ধার করি ,তার কোন সমস্যা হয় নি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here