Monday, January 27, 2025

ফুটোভারের পাশে পড়েছিলো মরদেহ

রাজবাড়ী জার্নালঃ বস্ত্রহীন অবস্থায় আলাদীপুর বাজারস্থ ওভারব্রিজের পশ্চিম পাশে রাস্তার উপর পড়ে থাকা মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ ।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান । তিনি জানান, ২৫শে জানুয়ারি সংবাদদাতা মোঃ উজ্জল খান(৪০), পিতা- লুৎফর রহমান খান, সাং- আলাদীপুর, থানা ও জেলা-রাজবাড়ী থানায় হাজির হইয়া জানান যে, গত ২০/২৫ দিন যাবৎ রাজবাড়ী সদর থানাধীন আলাদীপুর ইউপির আলাদীপুর বাজারে অজ্ঞাতনামা ০১ জন বস্ত্রবিহীন পাগল ঘোরাফেরা করত এবং সে রাতে বাজারের পাশে ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করত। অদ্য ইং ২৫/০১/২৫ সময় ১০:০০ ঘটিকায় ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আলাউদ্দিন খান(৪৫), পিতা- মৃত ফইজউদ্দিন, সাং- কালীচরণপুর সংবাদদাতা মোঃ উজ্জল খানকে মোবাইল ফোনের মাধ্যমে জানান যে, আলাদীপুর বাজারে অবস্থানরত অজ্ঞাতনামা পাগলটি মারা গিয়েছে। তখন সংবাদদাতা উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হইয়া উপস্থিত লোকজনের কাছে জানতে পারেন যে, উক্ত অজ্ঞাতনামা পাগল শৈত্যপ্রবাহের কারণে অদ্য ইং ২৫/০১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকা হইতে একই তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় মৃত্যুবরণ করে বস্ত্রহীন অবস্থায় আলাদীপুর বাজারস্থ ওভারব্রিজের পশ্চিম পাশে রাস্তার উপর পড়ে আছে।তখন সংবাদা মোবাইল ফোনের মাধ্যমে রাজবাড়ী থানা পুলিশকে সংবাদ দেয়।তখন ঘটনাস্থলে রাজবাড়ী থানার এসআই(নিঃ)/ মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে উক্ত মৃত দেহের সুরতহাল রিপোট প্রস্তুত করেন। মৃত অজ্ঞাতনামা লাশের মৃত্যুর সঠিক কারন ও ঠিকানা নির্নয় করার নিমিত্তে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র এবং সঙ্গীয় ফোর্সের মাধ্যমে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। বর্তমানে মৃত দেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে আছে।’

– প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here