স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ সিলভার কালারের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার ( ১৬ জুলাই ) জেলার গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ আব্বাস উদ্দিন সংগীয় ফোর্স সহ বিকাল ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে ফেন্সিডিলসহ সিলভার কালারের একটি প্রাইভেটকার উদ্ধার করে।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যায়। আসামী সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়।