Friday, December 27, 2024

ফেরী ডুবিঃ দ্বিতীয় দিনের উদ্ধার কাজে এখনো যোগ দেয়নি জাহাজ প্রত্যয়

দেশের ব্যাস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া মানিকগঞ্জের পাটুরিয়া গতকাল পাটুরিয়া প্রান্তের ৫ নং ঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া ফেরি আমানত শাহের উদ্ধার কার্যক্রম দ্বিতীয় দিনের মতো আজ আবার শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোরব) সকাল সাড়ে সাতটায় উদ্ধার কাজ শুরু হওয়ার কথা থাকলেও উদ্ধার কাজ শুরু হয় সোয়া ৮টার দিকে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। তবে এ পর্যন্ত চারটি ট্রাক তলিয়ে যাওয়া ফেরি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধার কারি জাহাজ হামজা।

উদ্ধার কাজে যুক্ত হওয়ার কথা ছিল জাহাজ প্রত্যয়। কিন্তু এখনো ঘটনা স্থলে এসে পৌছায়নি উদ্ধারকারি জাহাজ প্রত্যয়। জাহাজ প্রত্যয় চাঁদপুর থেকে পাটুরিয়া এসে অভিযানে অংশ নেওয়ার কথা থাকলেও চাঁদপুর থেকে পাটুরিয়া ঘাটের নদী পথের দুরত্ব প্রায় ১৪১ কিলোমিটার। সেক্ষেএে কখন এটা যুক্ত হবে তার নিশ্চয়তা নেই।

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া আসার জন্য ইতোমধ্যে রওনা হয়েছে। চাঁদপুর থেকে পাটুরিয়া প্রায় ১৪১ কিলোমিটার নদীপথ। যে কারণে প্রত্যয় জাহাজটি কখন পাটুরিয়ায় পৌঁছাবে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহর বডির ওজন ৪৮০ টন। আর উদ্ধারকারী জাহাজ হামজার সক্ষতা রয়েছে ৬০ টনের। এ জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়ায় আসার পর পরই দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধার করার কাজ শুরু করা যাবে। হাজমা শুধু ফেরির ভেতরে আটকে থাকা ট্রাকগুলো উদ্ধারে কাজ করছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ ডুবে যায় ফেরিটি। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহ থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হাজমা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

ফেরি দুর্ঘনার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকালে দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ডের কয়েকটি ডুবুরি দল কাজ করে যাচ্ছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here