Saturday, December 28, 2024

বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা’র উদ্ভোধন 

পায়রা ও বেলুন উড়িয়ে রাজবাড়ীতে ৪দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা’র উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০) ডিসেম্বর)রাজবাড়ী শহীদ খুশী রেল ওয়ে মাঠে  শুরু  হওয়া  বঙ্গবন্ধু  ও স্বাধীনতা বই মেলা  চলবে ২ জানুয়ারী(রোববার)  পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বই মেলা উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর এবং জাতীর জনকের  স্মৃতির উদ্দেশ্যে। এবারের বই মেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

করোনার কথা বিবেচনায় রেখে সবাইকে মাস্ক পড়ে প্রবেশ করতে বলা হয়েছে বই মেলায়। বৃহস্পতিবার এ বই মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলশাদ বেগম,পুলিশ সুপার শাকিলুজ্জামান,জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, মহিলা কলেজের অধ্যাপক দীলিপ কুমার প্রমুখ। জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় বই মেলা শুরু হয়েছে আর  চলবে ২ জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন দুপুর দুইটা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৭ টা পর্যন্ত । মেলায় ৫০ টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here